৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:২৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কিশোরগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবি পরম ও বাপা’র

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

রবিবার বেলা ১১ টা থেকে দুই ঘন্টাব্যাপী জেলা শহরের বত্রিশ এলাকায় একটি অবৈধভাবে ভরাট করা পুকুরের পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন কিশোরগঞ্জ জেলা শহরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন একশত সত্তুরটি পুকুড়ের প্রায় সবগুলোই ভরাট করা হয়ে গেছে। বাকিগুলোও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব পুকুর ভরাটে পিছিয়ে নেই সরকারি প্রতিষ্ঠানগুলোও। জেলা শহরের পুকুর গুলো উদ্ধার এবং খনন করে ব্যবহার উপযোগী করার দাবি জানানো হয় মানববন্ধনে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার (বাপা) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন পুকুড়গুলো ভরাট করে ফেলায় পরববেশ হুমকীর মুখে পরছে। শহরের কোথাও আগুন লাগলে পানি সংগ্রহ করে আগুন নেভানো যাবেনা সহজে। তাছাড়া তীব্র তাপদাহে পুকুরগুলো শহরবাসীর স্বস্তির ভরসাস্থল। দুঃখের বিষয় প্রশাসন নিজেই পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করছে।

পরিবেশ রক্ষা মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী বলেন, খুব ধীরে ধীরে জেলা শহরের পুকুড়গুলো ভরাট করা হচ্ছে। পৌরসভা কতৃপক্ষসহ সংসৃষ্ট সকল অধিদপ্তর এ বিষয়ে কেন নিরব তা বোধগম্য হচ্ছেনা। আমরা পরিবেশে রক্ষা সংগঠনগুলো সেই শুরু থেকে মানববন্ধন কর্মসূচি পালন এবং স্মারকলিপি দিয়ে যাচ্ছি। কিন্তু প্রশাসনের কুম্ভকর্ণের ঘুম ভাঙছেইনা। এ বিষয়ে আমরা বড় ধরনের আন্দোলন করবো, এমনটাই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত