সাম্প্রতিক স্বদেশ ডেক্স: বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খানের নেতৃত্বে এ র্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিডি ক্লিনের সহযোগিতায় পাগলা মসজিদের সামনে নরসুন্দা নদীর পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, “পর্যটন ও টেকসই উন্নয়নের জন্য পরিচ্ছন্নতা অপরিহার্য। সবাই মিলে পরিচ্ছন্ন কিশোরগঞ্জ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী এবং বিডি ক্লিন সদস্যরা উপস্থিত ছিলেন।


















