৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:৩৩ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কিশোরগঞ্জে ৮৮২ কেজি অবৈধ পলিথিন জব্দ, জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১১, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বড় বাজারে অভিযান পরিচালনা করে ৮৮২ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিশোরগঞ্জ জেলা শহরের বড় বড়বাজার এলাকার গাজী মার্কেটে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা-বাবা এন্টারপ্রাইজকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং ৮৮২ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ জানান, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা