৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:৩০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কি‌শোরগ‌ঞ্জে রিটন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২১, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদিতে শ্রমিকলীগ নেতা রিটন মিয়াকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্প‌তিবার সকা‌লে কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ -ভৈরব মহাসড়কের পাঁচলগোটা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালালউদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা শওকত ইসলাম, জাকির হোসেন, আলমগীর হোসেন, নিহত রিটন মিয়ার বোন শিরীন আক্তারসহ গ্রামের প্রায় শত শত নারী- পুরুষ ও শিশুরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে রিটন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

বক্তারা অবিলম্বে শ্রমিকলীগ নেতা রিটন মিয়ার হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।

উল্লেখ্য, গত রোববার (১৭ জুলাই) রাতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদল মিয়ার বাড়ী থেকে ফেরার পথে বনগ্রাম ইউনিয়নের পাঁচলগোটা নামক স্থাানে পৌঁছামাত্র আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা দেশিয় অস্ত্র নিয়ে শ্রমিকলীগ নেতা রিটন মিয়ার উপর হামলা চালায়। এতে রিটন মিয়া চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু হয়।

এব্যাপারে কটিয়াদী থানায় ১৭ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো পাঁচজন কে আসামী করে মামলা দায়ের করা হয়। এতে ৮ জনকে কটিয়াদি থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায় আদালত। বর্তমানে বাকী আসামীরা বাদী পক্ষকে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে। এতে পরিবার আতংকে দিন কাটাচ্ছে বলে জানান।

সর্বশেষ - কমলনগর উপজেলা