মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের পরিবেশে কিশোরগঞ্জের কুলিয়ারচরে “জুলাই শহীদ দিবস-২০২৫” পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল সোয়া ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ কুলিয়ারচর উপজেলার দুইজন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোজাম্মিল হোসাইন।
এসময় জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহত ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।