২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ২:২০ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৫, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. মো. শফিকুজ্জামান মিজান, মেডিকেল অফিসার, মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কুলিয়ারচর।

সভায় বক্তব্য রাখেন কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আবু হামজা।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক মা ও শিশু স্বাস্থ্য, কিশোর স্বাস্থ্যসহ বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় সেবাদানকারী পরিবার কল্যাণ সহকারী দোলেনা আক্তার, পরিবার কল্যাণ পরিদশর্ক মো. নাজমুল ইসলাম ও পরিদর্শিকা সুপ্রা খানম, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গোবরিয়া আব্দুল্লাহপুর ও ইউনিয়ন পরিষদ গোবরিয়া আব্দুল্লাহপুর এর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদশর্ক ও পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা সহকারীগণ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা