১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:০৬ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৩১, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

বৃৃহস্পতিবার (৩০ মে, ২০২৪) দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোস্তাক সরকার, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুল হাসান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার, মো. ফাওজুল কবির খান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা।

প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ১ হাজার ৪ শ ১৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কুলিয়ারচর উপজেলায় ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে মোট ১ লাখ ৬২ হাজার ৪ শ ১৯ জন ভোটার ও ৬২ টি কেন্দ্র রয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আবুল হোসেন লিটন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন ও মহিলা ভাইস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

সর্বশেষ - রামগতি উপজেলা