নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীপ: কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়ন পরিষদের দীর্ঘ ২২ বছরের নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।
জানা গেছে, বুধবার (২৫ ডিসেম্বর) তিনি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা প্রদান করেন।
অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী হোয়াইকং ইউনিয়ন পরিষদের একজন বারবার নির্বাচিত ও জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে পরিচিত। টানা ২২ বছর তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থায় শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক সেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে বলে এলাকাবাসী জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ায় রাজনৈতিক শিষ্টাচার, নির্বাচনবিধি ও দলীয় নীতির প্রতি সম্মান জানিয়ে তিনি স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী দীর্ঘদিন ধরে একজন খ্যাতনামা শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও অভিজ্ঞ জনপ্রতিনিধি হিসেবে উখিয়া ও টেকনাফ অঞ্চলে সুপরিচিত। তাঁর নেতৃত্ব, সামাজিক গ্রহণযোগ্যতা ও দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে।
তাঁর পদত্যাগের পর উখিয়া ও টেকনাফের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা ও জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করছেন।


















