১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:১৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে অনলাইনে জুয়ার বিরোধের জেরে নিহত যুবক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

মো: ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে অনলাইনে জুয়া খেলার বিরোধে আল আমিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় অনলাইনে জুয়া খেলা নিষেধ দিতে গিয়ে জুয়ার এজেন্ট আলাল উদ্দিনের ছেলে শামিমের সাথে দেওয়ান আলীর ছেলে আল আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের মাঝে মারামারি হয়। এসময় আল আমিনসহ আরও কয়েকজন গুরুত্বর আহত হলে তাদেরকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। একই এলাকার নাইমুল ইসলাম নাইম সহ আরও কয়েকজন তাদেরকে কিশোরগঞ্জ নেওয়ার পথে উপজেলার তালজাঙ্গা বাজারে শামিম তার জুয়ারো গুন্ডাবাহিনী নিয়ে জসিম উদ্দিনের ছেলে এরশাদ, ফরিদ, সোহেল ও বাদল আহতদের উপর পুনরায় অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে আল আমিন, মিজান ও আবদুর রউফকে সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেনাবাহিনী আহতদের পুলিশি হেফাজতে দিলে আল আমিনের অবস্থা আশংকাজনক দেখে তাৎক্ষণিক কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে আল আমিন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সরেজমিনে গিযে জানা যায়, উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে শামিম বহু বছর থেকে অনলাইনে ‍জুয়ার এজেন্ট হিসেবে এলাকার যুবক ছেলেদের জুয়ার জগতে আসক্ত করে আসছেন। এক পর্যায়ে শামিম সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চাকুরী পেয়ে তার জুয়ার এজেন্টটি তারই চাচাতো ভাইকে দিয়ে যান এবং এরই একটি লাভের বড় অংশ সে গ্রহণ করেন। ঘটনার ৪/৫ দিন আগে শামিম ছুটিতে বাড়িতে আসেন এবং পূর্বের মতো জুয়ার ব্যবসা দেখাশোনা শুরু করেন। ঘটনার দিন আল আমিন জুয়া খেলার জন্য নিষেধ করলে শামিম ক্ষিপ্ত হয়ে অন্যান্য জুয়ারী এজেন্ডদের সাথে নিয়ে আল আমিনকে মারপিট করেন। এতে আরও কয়েকজন আহত হন। এলাকাবাসী আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাইমুল ইসলাম নাইম বলেন, আমি আহতদের কিশোরগঞ্জ নিয়ে যাওয়ার পথে শামিম তার দলবল নিয়ে তালজাঙ্গা বাজারে পথের গতিরোধ করে আক্রমণ করেন। এতে আমি ভয়ে দূরে সরে যাই। শামিম গংরা আল আমিনসহ মিজান ও আবদুর রউফকে মেরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে সেনাবাহিনী তাদের তাড়াইল থানায় নিয়ে যায়, তখন আল আমিনের অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ নিয়ে গেলে সেখানেই সে মারা যায়।

এ বিষয়ে তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, শুক্রবার রাতে করিমগঞ্জ সেনা ক্যাম্পের সার্জেন্ট সাখাওয়াত আলীর নেতৃত্বে সেনাবাহিনীর ১০ সদস্যের একটি দল তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে আল আমিন, রতন মিয়ার ছেলে মিজান, হাছেন আলীর ছেলে আবদুর রউফকে থানায় নিয়ে আসেন। এসময় আল আমিনকে গুরুত্বর আহত দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, পরদিন শনিবার সকালে আল আমিনের মৃত্যুর সংবাদ জানতে পারি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বাকি দুই জনকে ৫৪ ধারায় জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাবা জেলা পরিষদের চেয়ারম্যান

ইটনায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন

অটোরিক্সা ছিনতাই করতে ছুরিকাঘাতে চালকের মৃত্যু: আটক ৩

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস

কুলিয়ারচরে এলজিইডি’র উন্নয়নমূলক কাজ পরিদর্শনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী

লক্ষ্মীপুরে শিশু সন্তানকে জবাই করে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা

পত্নীতলায় ৪ ইউপিতে পুনঃভোট গ্রহণে বিজয়ী হলেন যারা

করিমগঞ্জে চাঁদা না দেয়ায় নিজের জমিতে কাজ করতে বাঁধা

ছুটি নিয়ে ২ বছর ধরে বিদেশে রামেক এর দুই নার্স, তুলছেন বেতন-ভাতা!

হোসেনপুরে ভাই-বোন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ