মুকুট দাস মধু, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে শিশুদের খেলাধূলার একমাত্র পার্কটি অযত্ন ও রক্ষানাবেক্ষণের অভাবে বিলিন হতে চলেছে।
জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে পুরাতন কোর্টভবন সংলগ্ন পতিত ভূমিতে প্রায় তিন বছর পূর্বে ২০১৯ সালে শিশুদের মনন বিকাশ ও খেলাধূলার জন্য উপজেলার একমাত্র পার্কটি নির্মাণ করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে কুষ্টিয়া জেলা এডিএম লুৎফুন নাহার এবং সার্বিক সহযোগীতা করেন তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন। পার্কটির নামাকরণ করা হয় তাড়াইল উপজেলা পরিষদ শিশু পার্ক।
পার্কটিতে রয়েছে দুইটি দোলনা, তিনটি স্লিপার, পার্কের সৌন্দর্য বৃদ্ধি এবং নতুন প্রজন্মদের ইতিহাস সম্পর্কে জানানোর জন্য দেয়াল জুড়ে রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতার ইতিহাস। রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের চিত্র। রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও নিয়াজীর আত্মসমর্পণের চিত্র। শিশুদের মেধা ও মনন বিকাশে আছে বিভিন্ন ধরনের কার্টুনের স্থিরচিত্র। পার্কের ভিতরে বিভিন্ন কর্ণারে আছে বিভিন্র প্রাণীদেহের ভাস্কর্য।
সরেজমিনে দেখা যায়, রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিটি প্রাণীদেহ ভাঙ্গা। হরিনের শিং নেই, লেজ নেই। বাঘ, হাতি, সিংহ, বকসহ প্রতিটি প্রাণীর লেজ, কান, মুখ ভেঙ্গে ভিতরের রড সিমেন্ট বেরিয়ে আসছে। দোলনা দুটির মধ্য একটি কাঠামো দাড়িয়ে থাকলেও নেই চেইন ও দোল খাওয়ার বসার বেঞ্চ। স্লিপারের মধ্যে এলোপাথারিভাবে পড়ে আছে মরা গাছ। দেয়ালের চিত্রগুলো মুছে গিয়ে আবছাভাবে জানান দিচ্ছে। ভিতরে সুন্দর করে বিভিন্ন রকমের ফুলের বাগান ছিলো। এগুলোর এখন কোনও অস্তিত্বই নাই।
পার্কের মূল ফটক ভাঙ্গা। ফটকের দুই দড়জায় তালা থাকলেও একটি ভেঙ্গে অন্যটির মাঝে আটকে আছে। ফটকের সামনেই আছে উদ্ভোধন ফলকের শিলান্যাস। ওখানে দেখা যায় বিগত ২৭ফেব্রুয়ারি ‘২০১৯ সনে উদ্ভোধন করেন তৎকালীন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
পার্কটির পাশেই রয়েছে উপজেলা পরিষদ বিদ্যানিকেতন। মুলত প্রথমদিকে বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের এই পার্কটিতে প্রবেশাধিকার ছিল। উপজেলায় একমাত্র পার্ক হওয়ায় পর্যায়ক্রমে সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
পার্কটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন এর নিজ কার্যালয়ে কথা হলে তিনি পার্কটির বেহাল দশার কথা স্বীকার করে জানান, খুব দ্রুত পার্কটি মেরামত করে আগের রূপে ফিরিয়ে আনা হবে।



















