২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:১৮ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

তাড়াইলে বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৩, ২০২৪ ১২:৫৭ পূর্বাহ্ণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামের বীরমুক্তিযোদ্ধা এনামুল হক (৭১) মারা গেছেন (ইন্নালিল্লাহে………………রাজেউন)। মঙ্গলবার (২ জানুয়ারি) ভোর ৫টা ৩০মিনিটের দিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নয়নসুখ গ্রামে মঙ্গলবার দুপুর নামাজ বাদ রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এর উপস্থিতিতে তাড়াইল থানার ওসি মানসুর আলী আরিফের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

এসময় তাড়াইল উপজেলার বীরমুক্তিযোদ্ধাসহ তাড়াইল উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীরমুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, বাংলাদেশ আ’লীগ কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা দিগদাইড় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বীরমুক্তিযোদ্ধা এনামুল হক।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত