মেহেদী হাসান শরীফ দৌলতখান (ভোলা) প্রতিনিধি: উপজেলার চরপাতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের অবসর প্রাপ্ত সেনা সদস্য মো. আমির হোসেন তার বসত ঘড় নির্মান করতে গিয়ে বিপাকে পরেছেন। ঠিকাদার বসত ঘড় নির্মান কাজ শুরু করে প্রায় অর্ধেক কাজ সম্পর্ন করে এখন বাকি কাজ সমাপ্ত করছেনা। অথছ কাজের বিপরীতে সম্পূর্ণ টাকা এ্যাডভান্স নিয়ে গেছে কাজের মধ্যে। কিন্তু কাজ সমাপ্ত না করার কারনে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পরেছেন তিনি। থাকার মত পরিবেশ না হওয়ার কারনে স্ত্রী, ১ছেলে, কলেজ ও স্কুল পড়ুয়া দুই মেয়েকে নিয়ে বিপাকে পরেছেন।
চরপাতা ৪ নং ওয়ার্ডে ফরাজি বাড়িতে ১/১২/২০২৪ ইং তারিখে ১৮০ টাকা স্কয়ার ফিট দাম ধার্য করে ১০০০ স্কয়ার ফুট এর বসত ঘড় নির্মান শুরু করে। কাজের মধ্যে বিভিন্ন সময় নির্মান কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত মোট টাকা নিয়ে যায় ঠিকাদার মো. মাইনুদ্দিন, তার ছেলে রায়হান সহ অন্যরা। কাজ ও চলছিলো ঠিকঠাক মত কিন্তু অর্ধেক কাজ করে তারা নির্মান কাজ বন্ধ করে দেয়।
তাদেরকে জিজ্ঞেস করলে আজ কাল শুরু করবো বলে সময় কালক্ষেপন করতে থাকে। নিরুপায় হয়ে আমির হোসেন এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে। তারা ঠিকাদারের কাছে জানতে চাইলে শুরু করার কথা বলে সময় চায় । কিন্তু কাজে আর আসেনা। পরবর্তিতে চরপাতা ইউনিয়রের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদারকে অবসর প্রাপ্ত সেনা সদস্য অবহিত করেন। সাবেক চেয়ারম্যান ঠিকাদার ও আমির হোসেনকে সহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টি শুরাহা করতে বসতে ঠিকাদার মাইনুদ্দিন তার পরদিন থেকে কাজ শুরু করবেন বলে জানান।
কিন্তু ১ মাস অতিবাহিত হলেও কাজ শুরু করেন নি। বরং বিভিন্ন ভাবে ভয় ভিতি প্রদর্শণ করেন হুমকি ধমকি দেন। মুলত মাইনুদ্দিন তার ছেলেকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছেন কারো বসত ঘড় নির্মানের সময় তারা ভালো ভাবে কাজ করবে মর্মে কাজ নিয়ে টাকা হাতিয়ে নিয়ে কিছু দিন কাজ করে সটকে পরে। প্রভাবশালি হওয়ার কারণে ওদের ভয়ে কেউ কথাও বলতে চায়না। এলাকার মানুষ বলছে এদের কাজই হলো মূলত প্রতারনা। ঠিকাদার মাইনুদ্দিন ও তার ছেলে কে আমির হোসেন বিভিন্ন সময় কাজ সমাপ্তের কথা বল্লে তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। বসত ঘর সমাপ্ত না হওয়ার কারনে ঘরের জন্য বানানো অন্যান্য ব্যবহৃত আসবাব পত্র নষ্ট হয়ে যাচ্ছে।
উপায়আন্ত না পেয়ে অবসর প্রাপ্ত সেনা সদস্য আমির হোসেন ০৪-০৫-২০২৫ ইং তারিখ বিজ্ঞ দৌলতখান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মামলা নং-৷৷৷ মামলাটি তদন্ত করে ওসি দৌলতখানা থানাকে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়। এলকারা মানুষ মাইনুদ্দিন ও তার সাঙ্গপাঙ্গদের উপযুক্ত বিচার চাচ্ছেন যাতে করে ভবিষ্যতে এমন প্রতারনা আর কারো সাথে না করতে পারে। অবসরে এসে শেষ পুজিটুকু দিয়ে বসত ঘড় নির্মান করে পরিবার পরিজন নিয়ে বাস করবে সে চেষ্টায় জঘন্য প্রতারনা করা হয় তখন তাদের সর্বোচ্চো শাস্তি হওয়া উচিৎ।