৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:১৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে একজন খুন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৭, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ

মোঃ শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্বদরিল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের মারামারির ঘটনায় আশরাফ (৩৬) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

বুধবার (১৫ই সেপ্টম্বর) একই গ্রামের প্রতিপক্ষ আঃ গনি আকন্দ ও শাহিন গংদের হাতে মোঃ আমির হোসেনের পুত্র আশরাফ খুন হয়।

জানাগেছে, বেলা ১২টায় জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারির এক পর্যায়ে আশরাফ দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে সে মারা যায়। আশরাফের মা আনোয়ারা বেগম জানান, দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে বিরোধ চলে আসছে।

৬ শতাংশ জমিটি আনোয়ারা বেগম বিক্রি করেছেন বলে আব্দুল গণি আকন্দ গংরা এই অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, আব্দুল গণি আকন্দরা জমি ক্রয়ের কোন কাগজ পত্র দেখাতে পারেনি। আমরা নিরীহ মানুষ। আমার ছেলে আশরাফকে তারা বল্লম ও রামদা দিয়ে খুন করেছে ও আমার ছোট ছেলে এরশাদ (৩০) আহত হাসপাতালে আছে।

স্থানীয় ইউপি সদস্য শাহিন সিদ্দিকী জানান, উক্ত জমি সংক্রান্ত বিষয়ে কোন সালিশ দরবারের জন আমাদের কাছে কেউ আসেনি। বর্তমানে এ নিয়ে এলাকায় উত্তেজনে বিরাজ করছে।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মনির সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - রামগতি উপজেলা