মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে মৃত ইব্রাহীমের পুত্র আবদুল আজিজ (৬০) বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহামুদুর রশিদ জানান, হাসপাতালে আনার পূর্বেই লোকটি মারা গেছে। আমাদের এখানে আনার পর আমরা মৃত পেয়েছি।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, হাসপাতাল সূত্রে বিষয়টি জানতে পেরেছি। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।