মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল হয়েছে। দৈনিক আমাদের সময়ের নিকলী প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ উবায়দুল হক সম্রাট এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ উবায়দুল হক সম্রাট বলেন, ৫ই আগষ্টের পর মামলার কারণে নির্বাচিত চেয়ারম্যান তাকি আমান খাঁন অনুপস্থিত থাকার সুবাধে, কারপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে জামাল সর্দার দায়িত্ব প্রাপ্ত হন। দায়িত্ব নেওয়ার পর থেকে জামাল সর্দার বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন এর ধীরগতি, কিছু দিন পরপর উদোক্তা পরিবর্তন, তাদের কাজ করতে না দেওয়া এবং দীর্ঘ ৬মাস যাবৎ ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা নিয়োগ না দিয়ে তালা ঝুলিয়ে রাখা, নিয়ম বহির্ভূত ভাবে পরিষদ ভবনে এনজিও অফিস ভাড়া দেওয়াসহ বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করার ক্ষোভে উক্ত প্যানেল চেয়ারম্যন আমাকে সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা প্রদান করেন।
সম্রাট তার বক্তব্যে আরও বলেন, প্যানেল চেয়ারম্যান জামাল সর্দার গত ২৪ জুলাই সকালে উপজেলা সদর গালর্স স্কুল মোড়ে আমার বিরুদ্ধে ৭ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে জামাল সর্দার বাদী হয়ে নিকলী থানায় একটি অভিযোগও দায়ের করেন। জামাল সর্দারের এক ঘনিষ্ঠ সহচর সাইফুল ইসলামও গত ২৫ জুন একটি মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ করেছিলেন যা নিকলী থানা পুলিশ তদন্ত করে ঘটনার কোন সত্যতা পায়নি। এছাড়াও জামাল সর্দার ও তার অনুসারিরা আমার ছবিতে লাল ক্রসচিহ্ন দিয়ে রঙিন পোস্টার ছাপিয়ে বিভিন্ন দেওয়ালে টানিয়ে দেয়।
এঘটনার পরিপ্রেক্ষিতে নিকলী উপজেলা প্রেসক্লাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে এ বিষয়ে স্থানীয়রা একটি প্রতিবাদ মিছিল বের করেন।
এসময় উদ্যোক্তার চাকুরী থেকে বাদ পড়া তানিয়া আক্তার অভিযোগ করে বলেন, প্যানেল চেয়ারম্যান জামাল সর্দার চুক্তি পত্র করার নামে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। কিছু দিন পর চুক্তিপত্র করার চাপ দিলে তিনি আমার কাছে আরো ১ লক্ষ ৩০ হাজার টাকা ঘুষ দিতে হবে বলে জানান। জামালের দাবীকৃত টাকা দিতে না পারায় আমাকে পরিষদ থেকে থেকে বের করে দেওয়া হয়েছে।
দৈনিক আমাদের সময়ের নিকলী প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ উবায়দুল হক সম্রাট বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।