৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:৫৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে ভুলুয়া নদী দখল মুক্ত করা ও খননের দাবী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩১, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: স্থানীয় ভাবে একটা কথা প্রচলিত রয়েছে “চীনের দু:খ হোয়াংহো-বৃহত্তর নোয়াখালীর দু:খ ভুলুয়া নদী। বৃহত্তর নোয়াখালীর লক্ষ লক্ষ মানুষের দূর্ভোগের জন্য দায়ী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন ভুলুয়া নদী (বর্তমানে খাল) থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাঁধ অপসারন ও খননের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে সচেতন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সচেতন এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ মূর্তজা আল আমিন, আলেকজান্ডার ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা জাফর আহাম্মদ, কমলনগর উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আই তারেক, কমলনগর রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, রামগতি প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমূখ।

এ সময় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ভুলুয়া নদী (বর্তমানে খাল) টি দিয়ে রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর উপজেলা, নোয়াখালীর সূবর্ণচর উপজেলা, নোয়াখালী সদর উপজেলা সহ দুই জেলার মোট ০৫ (পাঁচ) টি উপজেলার ২০টি ইউনিয়নের এবং প্রায় ৭০ হাজার হেক্টর ফসলি জমির পানি নিষ্কাষণ হয়। প্রাচীন প্রমত্তা এই নদীটি কালের বিবর্তনে পলি জমে খালে পরিণত হয়েছে। ১৯৯৬-৯৭ সালে উক্ত খালটি একবার খনন করা হয়। খালটির ভাটিতে কোন স্লুইচ গেইট না থাকায় প্রতি বছর লক্ষ লক্ষ টন পলি জমে খালটি ভরাট হয়ে গেছে এছাড়া গুটি কয়েক দখলদারের দোকান, মুরগীর ফার্ম, মৎস্য ঘের, বসত ঘর সহ বিভিন্ন স্থাপনা নির্মানের কারণে বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ।

ভুলুয়া নদীতে অবৈধ দখলকারদের মাছ চাষের জন্য দেয়া বাঁধ ও অবৈধ ব্রিকফিল্ড মালিকদের অপরিকল্পিত মাটি কেটে নেয়ায় রবি মৌসুমে জলাবদ্ধতা হয়ে মরিচ, বাদাম, সয়াবিন, সরিষা, তরমুজ সহ রবি শস্য পচে যায়। জলবন্দী লাখ লাখ মানুষ পড়ে চরম দূর্ভোগে।

যার ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাষণ না হওয়ায় প্রায় ৭০ হাজার হেক্টর জমির ফসল, ফসলি জমি, বসত বাড়ী, মৎস্য ও পশু খামার, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা পানির নিচে তলিয়ে যায়। ভুলুয়া নদী দখল ও অব্যবস্থাপনায় লক্ষ্মীপুর ও নোয়াখালীর দুই জেলার ২০টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষ হয় পানিবন্দি। প্রায় মাস খানেক ধরে পানি না নামায় ভয়াবহ বন্যা পরিস্থিতির স্বীকার স্থানীয় জনগোষ্ঠী। ভুলুয়া নদী নোয়াখালী জেলা থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর গাজী ইউনিয়ন দিয়ে মেঘনা নদীতে মিলিত হয়। ভুলুয়া নদীর রামগতি অংশের দৈর্ঘ্য ৭৬ কিলোমিটার ও চওড়া ৩০০ মিটার থাকলেও বর্তমানে দখলকারদের স্থাপনা নির্মাণ বা নদী খেকোদের দাপটে তা ছোট হয়ে দাড়িয়েছে ১০০ মিটারে।

বানের জল ও জলাবদ্দতা থেকে নিস্কৃতির জন্য জরুরী ভিত্তিতে নিন্মোক্ত পদক্ষেপ গ্রহনের দাবী জানায় :
১। ভুলুয়া নদী থেকে অবৈধ সকল স্থাপনা, বিহুন্দি জাল ও বাঁধ সমূহ অপসারণ।
২। স্লুইচ গেইটের মুখগুলো দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করা।
৩। পাউবোর নীতিমালা ও প্রকৃত নকশা অনুযায়ী খনন এবং উত্তোলিত মাটি বিক্রি করে রাজস্ব আয় হবে নুন্যতম ৫০ কোটি টাকা।
৪। ভুলুয়া নদীর বা খালের ভাটিতে রাবার ডেম স্থাপন।

সচেতন সমাজ জানান, ভুলুয়া নদীতে অবৈধ দখলকারদের ঘরবাড়ি, মুরগীর খামার, দোকান, মাছ চাষের জন্য দেয়া বাঁধ এখন পাঁচ উপজেলার লক্ষ লক্ষ মানুষের জন্য বিশাল মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকায়নের কথা ভেবে অবিলম্বে পাউবির নকশা মোতাবেক দখলকার উচ্ছেদ, অবৈধ বাঁধ অপসারণ ও ভুলুয়া নদী খননের জোর দাবী জানায় তারা।

দরখাস্ত পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী অফিসার গ্রহন করেন সাহসী ও দুই উপজেলার মানুষের কাছে প্রশংসনীয় উদ্যোগ। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে চর পোড়াগাছা ইউনিয়নের বেড়ির উপর স্থাপিত স্লুইচ গেইটের বন্ধ মুখ পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য দুটি ড্রেজিং দিয়ে বালি মাটি সরিয়ে ৩টি বন্ধ মুখ চালু করেন। এর ফলে দ্রুত গতিতে পানি নামতে শুরু করে। যার ফলে আশা করা যায় আগামী ২/১ দিনের মধ্যে নিরসন হবে চর পোড়াগাছা, চর আলগী ও চর বাদাম ইউনিয়নের জলজট।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা