১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৪০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় তিন চোর গ্রেফতার মোবাইল-টাকা উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৬, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া দুইটি মুঠোফোন ও নগদ ৪০ হাজার টাকাসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গণেরগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামীম (৪৫), একই উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ফজলু মিয়া (৫০) ও পাকুন্দিয়া উপজেলার কুমারপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জহির রায়হান শিহাব (৩৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া দুইটি মুঠোফোন ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ একটি চোরচক্রের সদস্য বলে জানা যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন চোরকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৬ জুলাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামে গভীর রাতে বাড়ির দেওয়াল টপকিয়ে বসতঘরে ঢুকে একটি মোটর সাইকেল, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াইলাখ টাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র।

সর্বশেষ - কমলনগর উপজেলা