৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৩:৩৮ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কুলিয়ারচরে নৌকার মাঝি এনামুল হক আবুবকরের বিশাল মিছিল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৩, ২০২১ ১০:৪৫ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ৩য় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ মনোনিত মোঃ এনামুল হক আবু বাক্কারের সমর্থনে নৌকা প্রতীকের এক বিশাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) শনিবার সকালে উত্তর গোবরিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা- কর্মীসহ সর্বস্তরের জনগণ এসে জমায়েত হয়ে একটি বিশাল মিছিল শুরু করে ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় ঐ মাঠেই এক সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

শুরুতে দুপুর ১টার দিকে ১ হাজারেরও অধিক মোটরসাইকেল, প্রায় ৫ শতাধিক রিক্সা ও পিকআপ ভ্যানে কয়েক হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পেঁ পোঁ শব্দে এক বিশাল শোভাযাত্রা বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পূণরায় বিকেল ৫ টায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এরপর উপস্থিত জনতার মাঝে ইউনিয়নের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝিকে বিজয়ের লক্ষ্যে বক্তব্য প্রদান করেন। পরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মাঝি মো. এনামুল হক আবু বাক্কার নৌকা প্রতীকে ভোট সকলের দোয়া চেয়ে স্থানীয় সংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান-কে ধন্যবাদ জানিয়ে সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে এর আগে এতো বড় মিছিল তাদের চোখে পড়েনি। তবে এতো বড় মিছিল হওয়ার বিষয়ে জানতে চাইলে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে দেশে যে উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই নৌকার মাঝিকে বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ বিশাল মিছিল।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কিশোরগঞ্জ

আপনার জন্য নির্বাচিত