মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাওয়ারট্রিলার চুরির অভিযোগে দুই চোরকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ মে) গভীর রাতে পাকুন্দিয়া থানার এসআই রাকিবুল হাসান ফোর্স সহ পাকুন্দিয়াধীন হিজলীয়া গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে আশরাফুলের বাড়ীর পিছন হইতে বাহাদিয়া গ্রামের সাইফুল ইসলামের চুরি যাওয়া পাওয়ারট্রিলারটি দুইজন চোর সহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার মির্জাপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ফরহাদ মিয়া (২৮), একই গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২৯) কে শুক্রবার বিকেলে পুলিশ পহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু এই ঘটনার সততা নিশ্চিত করেছেন।