৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:৩৬ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৮, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪১ পিস ইয়াবাসহ একরামুল হক শান্ত (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। সোমবার রাত আটটার দিকে উপজেলার চরলক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শান্ত পাকুন্দিয়া (উত্তরপাড়া) গ্রামের রিপন মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক যুবক উপজেলার চরলক্ষিয়া গ্রামের পাকুন্দিয়া-আলিশা বাজারগামী পাকা সড়কের দরগাতলা কালভার্টের ওপর বসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে পড়নের শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪১ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ১২ হাজার ৩০০ টাকা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, গ্রেপ্তার হওয়া যুবক দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত