খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি স্কুলের জন্য নীতিগত বৈষম্য কেন? ২০২৫ সালে প্রথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ ফিরিয়ে দেয়ার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ জেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালক অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তৃতারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানষিক চাপ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।
তারা আরও বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতেই অর্পিত হবে দেশের আগামী নেতৃত্ব। শিক্ষায় দৃশ্যমান সাফল্য বাংলাদেশের একটি বিশাল অর্জন। এ অর্জন স্বীকৃত সারা বিশ্বে। আমরা বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৭ লক্ষ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী গর্বিত এ জন্য যে, এ অর্জনের অংশীদার আমরাও। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রেখে আসছে এবং বেকার সমস্যা দূরীকরণে উল্লেখ যোগ্য ভূমিকা রাখছে। দেশে প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি শিক্ষার্থী অধ্যয়নরত।
কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ ফিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম খোকন, যুগ্ম-আহ্বায়ক মোস্তাক আহম্মেদ দাদা ভাই, যুগ্ম-আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান রিপন, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন মেনন প্রমুখ বক্তব্য রাখেন।
বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছেনা শুধু মাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতি এর সাম্যনীতির পরিপন্থী। প্রাথমিক শিক্ষা মানে কেবল স্বাক্ষরতা নয়, এর মানে হচ্ছে জাতি গঠনে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দেওয়া। সেই ভিতগড়ার প্রথম ধাপেই যদি বৈষম্য শুরু হয়, তাহলে আমরা কীভাবে সমতার সমাজ গড়বো?
প্রসঙ্গত, সরকার গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি (৫ম শ্রেণি) পরীক্ষার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বেসরকারি (কিন্ডারগার্টেন) প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি।