সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে মাইজভান্ডারী যুব ফোরামের উদ্যোগে ঈদ-এ-মিলাদুনন্নবী(দ.) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭হিজরী) বাদ মাগরিব মাইজভান্ডারী যুব ফোরামের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুল আজম হজরত বাবা ভান্ডারী (ক.), অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারী (ম.)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন কুমিল্লা, ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি বাকী বিল্লাহ আল আজহারী (ম.)।
ফোরামের কেন্দ্রীয় সদস্য শেখ মো. খালেদ হোসেনের সঞ্চালনায় মাহফিলে আরো বক্তব্য পেশ করেন মাইজভান্ডার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভান্ডারী, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা শাহাদাত হোসাইন আল কাদেরী, মাওলানা আ.ন.ম জিয়াউল হক আল কাদেরী।
আলোচনায় ফোরামের পক্ষ থেকে অংশগ্রহণ করেন মো. এয়াকুব আলী বাদশাহ, মো. ইকরাম উদ্দীন, মো. আবু সালেহ, মো. জাহেদুল ইসলাম ও মো. ওসমান শিকদার।
পবিত্র কুরআন হতে তেলাওয়াত, নাতে রাসূল (দ.) ও মাইজভান্ডারী কালাম পরিবেশন, আলোচনা ও মিলাদ-কেয়ামের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হয়।


















