৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:৪১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রাজশাহীতে জমে উঠেছে রথের মেলা, খুশি বিক্রেতারা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৪, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ছুটির দিনে জমেছে রথের মেলা। শনিবার (১২ জুলাই) মেলায় দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে। এদিন বেচাকেনা ভালো হয়েছে বলে ব্যবসায়ী জানায়।

বিকেলে নগরীর উৎসব সিনেমা হলের মোড় থেকে সাগারপাড়া বটতলা পর্যন্ত রথের মেলার অস্থায়ী স্টলগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখের পড়ার মতো। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে খাদ্য সামগ্রী। পরবর্তিতে কাঠের তৈরি আসবাবপত্র ছাড়াও মটির তৈরি বিভিন্ন তৈজসপত্র। এছাড়া বিক্রি হচ্ছে শিশুদের বিভিন্ন খেলনাও।

তবে ক্রেতাদের অভিযোগ পণ্যের দাম বেশি রাখা হচ্ছে। আর ব্যবসয়ীরা বলছেন, সবপণ্যের দাম বেড়েছে। তাদের কিছু করার নেই। সেই হিসেবে রথের মেলার পণের দাম কমই আছে। সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর উৎসব হলের মোড় থেকে সাগরপাড়া বটতলা মোড় পর্যন্ত আধা কিলোমিটার সড়কজুড়ে বসেছে রথের মেলা। রাস্তার দু’পাশে বসেছে হরেক পণ্যের দোকান। এরমধ্যে রয়েছে- মাটির তৈজসপত্র, মিষ্টি, খাবারের দোকান, কাঠের ফার্নিচার, কাপড়, স্টিলের তৈজসপত্র, মাটি ও স্টিলের হাড়ি-পাতিল নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় প্রায় ১হাজার দোকানি বিভিন্ন জেলা থেকে এসে এখানে পসরা বসিয়েছেন।

দোকানিদের অধিকাংশই রাজশাহীর বাঘা খুলনা, নওগাঁ, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, মাদারিপুর থেকে এসেছেন। উল্টোরথ পর্যন্ত চলবে এই মেলা। তবে ব্যবসায়ীরা বলছেন- প্রথম দুই-তিন দিন জমজমাট হয় রথমেলা।

রথের মেলায় কাঠের বিভিন্ন আসবাবপত্র বিক্রি হচ্ছে। এগুলোর মধ্যে খাট, সোফা, ওয়াড্রাপ, চেয়ার-টেবিল, শোকেস, আলমারি ইত্যাদি। মেলায় খাট বিক্রেতা শাহিন আলী জানান, তার দোকানে প্রকারভেদে সাড়ে ৮ থেকে শুরু করে ২৮ হাজার টাকা দাম পর্যন্ত খাট রয়েছে। তবে বেশি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৬ হাজারের মধ্যের খাট। এছাড়া তার দোকানে সোফা সেট রয়েছে। সোফা সেটগুলো বিক্রি হচ্ছে ১৬ থেকে ৩৫ হাজারের মধ্যে।
কাঠের তৈরি খাট ক্রেতা জোৎনা বেগম বলেন, যে খাটগুলো ভালো লাগছে সেগুলোর দাম বেশি চাচ্ছে বিক্রেতারা। বিক্রেতারা যে দাম চাচ্ছে, তাতে করে বাড়িতে মিস্ত্রি দিয়ে তৈরি করলে একই খরচ হবে। মানুষ রথের মেলা থেকে জিনিস কেনে অল্প দামে পাওয়ার আাশায়। দরদাম একটি খাট কেনা হয়েছে ২১ হাজার ৫০০ টাকায়।

মিন্টু সরকার একটি সোফা সেট কিনেছেন ১৩ হাজার টাকায়। তিনি বলেন, রথের মেলায় তুলনামূলক কম দামে পাওয়া যায় বিভিন্ন জিনিসপত্র। তবে এবার রথের মেলায় জিনিপত্রের দাম বেশি চাচ্ছে বিক্রেতারা। তিনি বলেন, গত বছর যে জিনিস তিন হাজার টাকায় কিনতে পাওয়া গেছে। একই জিনিস এবার সাড়ে ৪ হাজার টাকা দাম বলছে। রথের মেলায় দড়ির খাট বিক্রেতা নাইম বলেন, গত কয়েকদিনের তুলনায় শুক্রবার ও শনিবার বেশি বিক্রি হয়েছে দড়ির খাট। আশাকরছি রাতে আরও ঘাট বিক্রি হবে। এসব দড়ির খাট বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২৫০০ টাকায়। এছাড়া এই দোকানে বিক্রি হচ্ছে চেয়ার ও টেবিল। তবে প্রতিদিন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকা।

দড়ির খাট ক্রেতা তামান্না হাবিব নিশু বলেন, পাটের দড়ির খাট বেশি দিন ব্যবহার করা যায়। কিন্তু লাইলনের রশি ও প্লাস্টিকের রশি দ্রুত নষ্ট হয়ে যায়। আবার এই খাটের তুলানায় পাটের দড়ির খাট ৫০০ টাকা বেশি দাম।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে একতা নাট্য গোষ্ঠীর ৩৬ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগতিতে সহায় সম্বলহীনদের মধ্যে এককালীন অনুদান প্রদান

রামগতিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত

উপ-সম্পাদকীয়: পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সৃষ্ট সমস্যার সমাধান কৌশল

ছেলে-মেয়েরা কম্পিউটার ব্যবহার করতে করতে নষ্ট করবে, অব্যবহৃত রাখা যাবে না—প্রতিমন্ত্রী পলক

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পাকুন্দিয়ায় ঐতিহ্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলনগরে সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করেছেন আওয়ামী লীগ নেতা

দক্ষিণা ঝড় ও ভারী বৃষ্টিতে পদ্মায় তলিয়ে গেলো নৌকা ও জাল