সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষীপুরের রামগতি উপজেলার ৬নং চর আলগী ইউনিয়নের চর নেয়ামত রামগতি আলী আহম্মদ মিয়া বাজারের স্লুইজগেটে অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডে রামগতি উপজেলা বিএনপি’র পক্ষ থেকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও সঙ্গীয় প্রতিনিধি দল অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকাল ৪ ঘটিকায় রামগতি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি প্রতিনিধি দল এ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক আজাদ উদ্দিন ডলার, উপজেলা যুবদলের আহবায়ক শিবলী নোমান, কলেজ ছাত্রদলের আহবায়ক আব্বাস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রামগতি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে সরকারি সহায়তা পায় সে ব্যাপারে উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে বিশেষ বরাদ্ধের ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন আমাদের দলের পক্ষে থেকে আমরা সহযোগিতা করবো এ ব্যাপারে আমি আমার দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করবো দলের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের কিভাবে সহায়তা করা যায় সে ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করবেন বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেন।