১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:০৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে অতিবৃষ্টি ও জলজটে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রনেতা রাকিব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১২, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: অতিপ্রবল জোয়ার, বন্যা, অতিবৃষ্টি, খরা যাদের ভূষণ সেই আজন্ম সংগ্রামী মানুষদের পাশে দাঁড়ালেন জুলাই গণআন্দোলন ও অভ্যূত্থানের অন্যতম সংগ্রামী ও বিপ্লবী যুবক মো. রাকিব হোসেন। পড়ালেখা করেন দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা কলেজে। উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের সন্তান মো. রাকিব। যখন জলজটে চারিদিকে থৈ থৈ পানি। পানিতে ডুবে আাছে ফসলের মাঠ, সবজি বাগান, বাড়ী ঘরের উঠোন, গোয়ালঘর। প্রাণের টানে ছুটে আসলেন নিজগ্রামের দু:খী সানুণের পাশে।

লক্ষ্মীপুরের রামগতিতে অতিবৃষ্টি আর জলজটে কৃত্রিম বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছাত্রনেতা মোহাম্মদ রাকিব।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ আদায় করেন নিজ জন্মভূমি চর পোড়াগাছা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে। নামাজের পূর্বে তিনি দাঁড়িয়ে সকল মুসল্লিদের কাছে জুলাই গণআন্দোলনে শহীদের রূহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতায় দোয়া চান। এছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসা এবং প্রয়োজনীয় সংস্কারের শেষে একটি স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনে সহযোগীতার প্রত্যাশা করেন। আন্দোলনের সম্মুখভাগে থেকে গুলিকে উপেক্ষা করে রাজপথে ছিলাম। জেল খেটেছি, নির্যাতন সয়েছি তাই আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদের সেবা করার জন্য।

নামাজ শেষে তিনি মসজিদের উন্নয়নে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনুদান তুলে দেন মসজিদ কমিটির হাতে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপি আহবায়ক আবু বকর ছিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন জেলা কমিটির সদস্য মিনহাজুল ইসলাম রাজু, উপজেলা এনসিপি যুগ্ন আহবায়ক মামুন বিল্লাহ।

টানা বেশ কয়েকদিনের অতিবৃষ্টির ফলে পানির নীচে তলিয়ে গেছে উপজেলার চর পোড়াগাছা, চর বাদাম, চর আলগী, চর আলেকজান্ডার, বড়খেরী সহ বেশ কয়েকটি ইউনিয়ন। পানিতে তলিয়ে গেছে বিস্তির্ণ ফসলী জমি এবং আমনের বীজতলা। নামাজ শেষে সরজমিন গিয়ে তিনি দূর্ভোগের শিকার মানুষের সাথে কথা বলেন এবং ভুলুয়া নদী খননে আন্দোলনের ডাক দেন।

বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে মো. রাকিব হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, ভুলুয়া নদী পানি প্রবাহে প্রতিবন্ধকতা ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলজটের সংকট কাটিয়ে উঠতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। ভুলুয়া নদীর কোডেক ব্রীজ এলাকা থেকে আজাদনগর স্টীলব্রীজ পর্যন্ত নদীতে দ্রুত ড্রেজিং করতে হবে। অন্যথায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রায় ২০ লাখ মানুষ গেলো বছরের মত চরম দূর্ভোগে পড়বে। বিপর্যয় নেমে আসবে কৃষিতে। এছাড়া পরিবেশ দূষণকারী অবৈধ ব্রিকফিল্ড বন্ধে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ও অপারগতার কথা তুলে ধরে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - কমলনগর উপজেলা