মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে র্যালী, আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে অনুষ্ঠিত র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ইন্সপেক্টর তদন্ত মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা তানভিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোকন পাটওয়ারী, সিপিপি উপজেলা টিম লিডার মাইন উদ্দিন খোকন, পরিসংখ্যান কর্মকর্তা ইত্তেহাদুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালী ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহড়া। এতে দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগের পরে করনীয় সম্পর্কিত বিভিন্ন কলাকৌশল তুলে ধরে মহড়া প্রদর্শণ করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি। এ সময় কয়েকশত শিক্ষার্থী ও দর্শনার্থী মহড়া উপভোগ করেন।


















