১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:০৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে ইসকন নিষিদ্ধের দাবীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২০, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে উগ্র হিন্দুত্ত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলামের আয়োজনে মঙ্গলবার বিকালে পৌর আলেকজান্ডার বাজার জামে মসজিদের প্রাঙ্গন হতে মিছিলটি আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রহমানিয়া মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা কলিমুল্লাহ, সহ সভাপতি মাওলানা আবু নাছের আবদুল্যাহ, জেলা সেক্রেটারী মুফতি নুরুল আমিন কাশেমী, উপজেলা সভাপতি মাওলানা আবু নাছের আবদুল্যাহকে, ক্বারী দিদার হোছাইনকে, হাফেজ মাওলানা রেদোয়ান বিন মোশারেফ, মাওলানা আতাহার আলী, মুফতী ইয়াকুব কাশেমী, মাওলানা ইয়াকুব শরীফ, মাওলানা নুরুল আলম প্রমূখ।

এ সময় বক্তাগণ বলেন, উগ্র হিন্দুত্ত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তারা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করছে। জনগণের মাঝে বিবেদ সৃষ্টির পাশাপাশি এখন আমাদের আইন-শৃংখলা বাহিনীর উপর হামলার মত দু:সাহসিক ঘটনা ঘটাচ্ছে। তারা এদেশে উগ্র হিন্দুত্তের বিষবাস্প ছড়াচ্ছে। আগামী প্রজনম্মকে এদের নানামূখী চক্রান্ত থেকে রক্ষার্থে এই জংগী সংগঠন নিষিদ্ধ করা এখন সময়ের জোর দাবী।

সর্বশেষ - কমলনগর উপজেলা