৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:২৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে “কৃষকের আলো সমাজ উন্নয়ন সংস্থার” সার বীজ বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৯, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে প্রায় ১২ শ কৃষকের মাঝে সার, সরিষা-সয়াবিন বিভিন্ন ধরনের সবজি বীজ, প্লাস্টিক নেট, পানির ঝরণা সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের প্রায় ১২শ কৃষককে নিয়ে গড়ে উঠা কৃষকদের সংগঠন “কৃষকের আলো সমাজ উন্নয়ন সংস্থা” নামের সমিতির অর্থায়নে সংগঠনের কার্যালয়ে এ সারবীজ, স্প্রে মেশিন. প্লাস্টিক নেট, ঝরনা সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী পরিচালক জাহিদ হোছাইন, সমিতির সভাপতি আবদুল ওয়াদুদ মিনার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রেজওয়ানুর রহমান ও মো. মেহেদী হাসান, সমিতির উপদেষ্টা রুহুল আমিন, সাধারণ সম্পাদক ডলি রাণী দাস, সাধারণ কৃষক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষক সাইফুল ইসলাম।

সভা শেষে উপস্থিত কৃষক ভাইদের স্ব-রচিত কবিতা পাঠ করে শুনান কৃষক আবুল কাশেম।

সমিতির নির্বাহী পরিচালক জাহিদ হোছাইন তার বক্তব্যে বলেন, আমরা সমিতির সদস্যদের কৃষিতে প্রাতিষ্ঠানিক ও কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ, সার, বীজ, কলম, উপকরণ ও প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যাতে করে এ এলাকায় পরিবেশ বান্ধব একটি টেকসই কৃষি হাব গড়ে উঠে। আমরা উৎপাদন থেকে বাজার ব্যবস্থাপনা পর্যন্ত সবক্ষেত্রে কৃষককে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে অর্থাৎ ডোর টু ডোর সেবা ও প্রযুক্তি সহায়তা প্রদান করবো।

সমিতির উপদেস্টা রুহুল আামিন তার বক্তবে বলেন, এ এলাকার কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য আমরা কৃষকদের এ সংগঠন গড়ে তুলেছি। রাসায়নিকমুক্ত নিরাপদ খাদ্য তৈরির জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত