মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রামগতি বয়ারচর ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
দগ্ধরা হলেন আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০) গণিখা (৪৫) ও ফারুক (৩৯)। এরা সবাই জেলে। তাদের বাড়ী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকায়।
স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দুপুরের খাবার রান্না করার জন্য নদীতে থাকা নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার চালু করেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা ৫ জনের মধ্য দেলোকা নামের এক জেলে নদীতে লাফ দিয়ে পড়ে যায়। বাকি ৪ জন জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। সেখান থেকে প্রেরণ করেন ঢাকা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউটের জরুরী বিভাগে।
রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের অবস্থা খুবই খারাপ। তাদেরকে ঢাকা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউটের জরুরী বিভাগে পাঠানো হয়েছে।
রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধদের শরীরে প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে প্রেরণ করা হয়েছে।