মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পরিচালনার দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ দিলদার হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের জেলা ব্যবস্থাপক খন্দকার মোহাম্মদ আবেদুল্লাহ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চর আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, চর রমিজ প্যানেল চেয়ারম্যান সফিক উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগণ।
Please follow and like us: