মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রবের গাড়ীর বহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আসিফুল ইসলাম রিয়াজ, পরাধীন, মোহন ও মুরাদসহ দলটির ২০ জন নেতাকর্মী আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন রামগতি উপজেলা জেএসডি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলার হাজিগঞ্জ এলাকায় আ স ম আব্দুর রবের বাসভবন আয়োজিত সংবাদ সম্মেলনে তানিয়া রব বলেন, গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কমলনগর উপজেলা জেএসডি আয়োজিত নির্বাচনী সমাবেশ শেষ করে রামগতি উপজেলার হারুন বাজার এলাকায় আহত নেতাকর্মীদেরকে দেখতে যান তিনি। আজাদনগর বাজারে আসলে হঠাৎ তার গাড়ি বহরে চরপোড়াগাছা ইউনিয়ন যুবদল নেতা মামুন, এলাহী, মুন্না ও আল আমিনের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্তরা হামলা করে জেএসডি নেতা আসিফুল ইসলাম রিয়াজ ও মোহনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় তাদেরকে রক্ষায় এগিয়ে আসলেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলায় জেএসডির প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তানিয়া রব বলেন, রাস্ট্র একটা পর্যায়ে যাওয়ার দ্বারপ্রান্তের মাধ্যম হলো একটি অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন। আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশ গ্রহন করছি। গত ৭ তারিখ থেকে আমাদের কয়েকটি অফিস ভাংচুর করা হয়েছে। পদে পদে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। এখানে বিএনপি’র প্রার্থী থাকতেই পারে। আমরাতো আমাদের দলীয় মার্কার প্রচারণা করছি। তাহলে কেন এমন হচ্ছে।
নির্বাচনের তফসিলের আগেই আমাদের নির্বাচনী কর্মকান্ডে মারধর, অফিস ভাংচুর, হুমকি-ধমকি ও একজন প্রার্থীর গাড়ী বহরে হামলা দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এ ধরনের বর্বরোচিত কর্মকা- গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নির্লজ্জ আক্রমণ। আমরা রাজনৈতিক সন্ত্রাস এবং স্বাধীন রাজনৈতিক কর্মকা-ে বাধা প্রদানের নিন্দা ও ধিক্কার জানাই। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ আজ এক সাপ্তাহ ধরে রামগতিতে একের পর এক দফায় দফায় যা ঘটে চলেছে তা প্রমাণ করে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা প্রশ্রয়ে গণতন্ত্রের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যা করার অপচেষ্টা চলছে। এটি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকার শামিল। একজন প্রার্থীর প্রচারণায় বাঁধা ও প্রার্থীর গাড়ী বহরে হামলার মধ্যে দিয়ে আমরা আগের ফ্যাসিস্টের রুপ দেখতে পাচ্ছি। আমাদের রাজনৈতিক পথ হবে সর্বদা শান্তিপূর্ণ, অহিংস এবং সাংবিধানিক আন্দোলনের। তবে আমরা ভীত নই, বরং আমরা আরও দৃঢ়প্রতিজ্ঞ।
তানিয়া রব অবিলম্বে হামলার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি নির্বাচনী কর্মকা-ের পূর্ণ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, দপ্তর সম্পাদক কামরুল হাসান অপু, প্রচার সম্পদক বোরহান উদ্দিন রোমান, রামগতি উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক পরিষদের আব্দুল্যাহ আল নোমান প্রমূখ নেতৃবৃন্দ।
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। এ সময় হামলাকারীরা ১০-১২টি বাস ও মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়।তবে হামলার পরও আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জেএসডি’র তারা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রব। বিএনপি জোট থেকে এ আসনে তিনি নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।


















