মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন গৃহিত নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে শহীদ শামীম ও শহীদ সবুজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, শহীদ মো. শাহাদাৎ হোসেন শামীমের পিতা আবদুল হাই, শহীদ সবুজের পিতা আবদুল মালেক, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসলপাড়া তরুন সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ সবুজ ও শহীদ শামীমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মো. সবুজ উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি শাহাদৎ বরণ করেন ফেনীর মহিপাল।
শহীদ মো. শাহাদাৎ হোসেন শামীম উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের আবদুল হাই এর ছেলে। তিনি শাহাদৎ বরণ করেন রাজধানী ঢাকার সাভার এলাকায়।
শহীদ হাছান উপজেলার চর গাজী ইউনিয়নের মৃত মো. সেলিমের ছেলে। তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ বরণ করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল গণমিছিল, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করেছে জুলাই গণঅভ্যূত্থান দিবস। সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় একটি গণমিছিল। মিছিলটি পৌর আলেকজান্ডার বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রহমানিয়া মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, যুবদলের সভাপতি শিবলী নোমান, আবদুল করিম মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
একই দিন বিকালে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। জামায়াতের আয়োজনে র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে সমাবেশে মিলিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে বক্তব্য রাখবেন, জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্যাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারী আলী মুর্তজা, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, সেক্রেটারী মাওলানা জাফর আহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোলাম মাওলা ও জাবের হোসেন প্রমূখ।