মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “সতর্কতা ও শিক্ষা-বাঁচাতে পারে প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস-২০২৫।
বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে পরিষদ প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, আইসিবিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সবুজ, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী তানভিরুল ইসলাম, পিআইও মো. রুহুল আমিন, পরিসংখ্যাণ কর্মকর্তা ইত্তেহাদুল ইসলাম, পদক্ষেপ ইসিসিডি অফিসার মো. রফিক আলী, পদক্ষেপ সিসিসিএস আবু হুরায়রা, সিসিসিএস ইয়াসিন আরাফাত, সিসিসিএস ইসরাত জাহান, সিসিসিএস শিরিন আক্তার স্বর্ণা, সিসিসিএস নুরুল আমিন, সিসিএস মো. সুইট আহমেদ, এসএস মো. কামরুজ্জামান, শিক্ষার্থী, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পের সার সংক্ষেপ ও গত বছর জেলায় পানিতে ডুবে শিশু মৃত্যুর পরিসংখ্যাণ তুলে ধরেন আইসিবিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সবুজ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, প্রতি বছর অসংখ্য শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। রামগতিতে গেলো বছর প্রায় ৩শত শিশু পানিতে পড়লেও এরমধ্যে ৯টি শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। আমাদের সতর্কতা ও শিক্ষা এ শিশুদের প্রাণ বাঁচাতে পারে।