মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌর আলেকজান্ডার বাজারের মধুবন হোটেল মালিক রোমান হোসেন জিকু নামে এক ব্যবসায়ীকে অহেতুক হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে রামগতি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার পৌর আলেকজান্ডার বাজারের একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে বাজারের খাদ্য গুদামের পাশে প্রায় একযুগ ধরে মধুবন নামে একটি হোটেল পরিচালনা করে আসছে। ওই হোটেলের পিছনে মৃত ছেরাজল হকের ছেলে আনু মাঝির একটি ঘর হোটেলের রান্নাঘর হিসেবে ভাড়া নেন জিকু। সে মোতাবেক তার সাথে স্টাম্পে চুক্তিবদ্ধ হয়। সেখান থেকে ঘর মালিক বেলাল হোসেনের চাপে ঘরটি ছেড়ে দিয়ে বর্তমানে জেলা পরিষদের মার্কেটে মধুবন হোটেল পরিচালনা করেন জিকু। সেখানে থাকা তার রান্না ঘরটি পৌর ৭নং ওয়ার্ডের খুরশীদ হাজীর ছেলে বেলাল তার কাছ থেকে স্বাক্ষীগণের উপস্থিতিতে এবং চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভাড়া নেয়। এরই মধ্যে বেলাল তিন মাসের ভাড়া রোমানকে পরিশোধ করেনি বিধায় স্বাক্ষীগণের সম্মুখে ঝিকু তার ঘর ছাড়তে বললে বেলাল ভাড়া পরিশোধ করে ঘর ছেড়ে দিবে মর্মে অঙ্গীকার করে। এ দিকে ঘর মালিক আনু মাঝি প্রতারণার আশ্রয় নিয়ে ভাড়ার মেয়াদ থাকা স্বত্ত্বেও বেলালের সাথে আরেকটি চুক্তিপত্র করে।
বেলাল ঘর ছেড়ে না দিয়ে উল্টো প্রতারণার মাধ্যমে আর্থিক, মানষিক, সামাজিক ও আইনীভাবে নির্যাতন শুরু করে জিকুকে। আনু মাঝি ও বেলাল তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে উভয়ের কাগজ যাছাই বাছাই করে ঝিকুকে ঘর বুঝিয়ে দেয়ার জন্য সিদ্ধান্ত দেন পুলিশ। এরপর ভূক্তভোগী জিকু সেনাক্যাম্পে আরেকটি অভিযোগ দিলে সেখানেও একই রায় প্রদান করে। এতে ক্ষুব্দ হয়ে আনু মাঝি জিকুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ভূক্তভোগী ব্যবসায়ী জিকু মানষিক ও আর্থিক এবং সামাজিক ভাবে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন।
রোমান হোসেন জিকু পৌর ৭নং ওয়ার্ডের তফছির আহাম্মদের ছেলে।
ঘর মালিক আনু মাঝি বলেন, জিকুকে ঘর ভাড়া দেই, তবে সেই ভাড়া নেওয়া ঘর আমাকে ছেড়ে দিয়ে জমাকৃত টাকা ফেরৎ নিতে বলায় আমি অন্য লোককে ঘর ভাড়া দিয়েছি। পরে তার জমাকৃত টাকা দিতে গেলে সে টাকা না নিয়ে আবারও ঘর নেবে বলায় জটিলতার সৃষ্টি হয়। তাই আমি আদালতে মামলা করেছি।
এ বিষয়ে পৌর আলেকজান্ডার বাজর উন্নয়ন কমিটির সেক্রেটারী জাহাঙ্গীর তালুকদার বলেন, পুলিশ ও সেনাবাহিনী উভয়ের কাগজ দেখে সিদ্ধান্ত দিয়েছে রোমানকে তার মেয়াদ থাকা রান্না ঘরটি ছেড়ে দেয়ার জন্য। আমরা বাজার কমিটি এ সিদ্ধান্তের সাথে একমত।
রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, উভয়পক্ষের কাগজপত্র যাছাই বাছাই শেষে আমরা রোমানকে তার ভাড়া করা রান্না ঘরটি মেয়াদ থাকা পর্যন্ত ভোগ দখলের অধিকার দেয়ার জন্য বলেছি।