মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮অক্টোবর) বিকালে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পৌর আলেকজান্ডার জামে মসজিদের সামনে থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর আলেকজান্ডার বাজার বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌর যুব বিভাগের দায়িত্বশীল মিজানুর রহমানসহ প্রমূখ।
এসময় বক্তাগণ আওয়ামী লীগের শাসনামলে জাতীয় মসজিদ বায়তুল মোকারম এলাকায় সহ সারাদেশে লগি বৈঠার মাধ্যমে নির্মমভাবে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় দলীয় কর্মী ও সাধারণ মানুষ হত্যার বিচার দাবী করেন।


















