১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:২৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে শহীদ শামীমের পরিবারকে জামায়াতের আর্থিক উপহার প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে শাহাদত বরণকারী গার্মেন্টস কর্মী মো. শাহাদাত হোসেন শামীমের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক উপহার প্রদান করা হয়েছে।

উপজেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার বিকালে আলেকজান্ডার কামিল মাদ্রাসার হল রুমে আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত ও উপহার প্রদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভুইয়া, বিশেষ মেহমান ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মোছলেহ উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারী আলী মুর্তুজা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জাফর আহাম্মদ।

শহীদ মো. শাহাদাত হোসেন শামীম উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসলপাড়া গ্রামের আবদুল হাই এর ছেলে।  শামীম ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টেসে কাজ করতেন। আন্দোলনের প্রতিটি দিনে রাজপথে তার সরব উপস্থিতি ছিল। ৫ আগষ্ট সে পুলিশের গুলিতে শাহাদতবরণ করেন।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মতবিনিময় শেষে নেতৃবৃন্দ শহীদ শামীমের পিতা আবদুল হাই এর হাতে নগদ দুইলক্ষ টাকা তুলে দেন এবং সকল সময় সুখে দুখে এ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় শহীদ শামীমের পিতা কান্নায় ভেঙে পড়েন।

সর্বশেষ - Uncategorized