মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ছেলে সন্তান না থাকায় শেষ বয়সে এসে বিপাকে পড়েছেন আবুল হোসেন। এখন তার সম্পদ ভোগ করার জন্য জোর জবরদখল বিভিন্ন ফল ফলাদি চুরি এবং শারিরীক, মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। অবস্থা এমন বেগতিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে নিজের ক্রয় করা সম্পত্তিও ভোগ দখল করতে পারছেন না তিনি।
এমন ঘটনায় ঘটেছে চরপোড়াগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বান্দেরহাট বাজার সংলগ্ন আবুল হোসেনের বাড়িতে। আবুল হোসেন চর পোড়াগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন তার বাড়ির দরজায় পাঁচ শতক জমি ক্রয় করে নির্মাণ করেন কয়কটি দোকান। শুক্রবার সকালে তারই সহোদর ভাই আবুল কাশেম গংরা দোকানের কিয়দাংশ বেড়া দিয়ে দখলে নিয়ে নেন।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, আমি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করে বাড়ির দরজায় কয়েকটি দোকান নির্মাণ করি। আমার চার মেয়ে বিয়ে দিয়ে আমি বাড়িতে একাই থাকি। আমার ভাই ভাতিজারা আমার কোন ছেলে সন্তান না থাকার সুযোগ নিয়ে তারা এই জায়গা দখল করার পায়তারা করেন। আজ (শুক্রবার ২৭ জুন) সকালে আবুল কাশেম, কালাম, সিদ্দিকুল্লা, হেলাল, জান্নাতসহ তারা সংঘবদ্ধ ভাবে দা, ছেনি, লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্লাস্টিকের বেড়া দিয়ে জায়গাটি দখলে নিয়ে নেন। স্থানীয় থানায় বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন জানান, জায়গা দখলের একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। আদালতের রায় হওয়া পর্যন্ত উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করি।