২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৩৮ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

রামগতিতে স্বপ্নযাত্রা এম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২০, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আমরা টেকসই উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি তাই স্বপ্নের বাস্তবায়ন করি আর সেই সেই স্বপ্নকে ছড়িয়ে দেই ভবিষ্যত প্রজম্মের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন “ আমার গ্রাম, আমার শহর” প্রকল্পের স্বপ্নের সারথী হয়ে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তবেই ৩০ লক্ষ শহীদের ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব—জেলা প্রশাসক, লক্ষ্মীপুর।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের ভাই ভাই কমিউনিটি সেন্টারে আয়োজিত লক্ষ্মীপুর জেলার অনলাইন এম্বুলেন্স সার্ভিস “ স্বপ্নযাত্রা ” ও একই সাথে এর সেবা প্রাপ্তির স্বপ্নযাত্রা নামের একটি এ্যাপস উদ্বোধন কালে কথাগুলো বলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। প্লে ষ্টোর থেকে এ্যাপস ডাউনলোড করে এ সেবার বিস্তারিত তথ্য জানা ও সেবা পাওয়া যাবে।

এলজিএসপি-৩ কর্মসূচী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও চর বাদাম ইউনিয়নের ব্যক্তিবর্গের আর্থিক সহযোগীতায় ২১ লক্ষ ৭৪ হাজার টাকায় ক্রয় করা হয়েছে এম্বুলেন্সটি।

এম্বুলেন্সটির পরিচালনায় চর বাদাম ইউনিয়ন পরিষদ, তত্তাবধানে উপজেলা প্রশাসন ও পরিচালনা- নির্দেশনায় থাকবে জেলা প্রশাসন লক্ষ্মীপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ও ডিডিএলজি মো. নুরে আলম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, উপজেলা আ’ লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, চর বাদাম ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সরকারী কলেজের শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, স্বল্প খরচে উপকূলীয় রামগতিবাসী এম্বুলেন্সটির সেবা গ্রহন করতে পারবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর

আপনার জন্য নির্বাচিত