মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্যাহ দাঁড়িপাল্লা প্রতিকের মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রামগতি-কমলনগর উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এ মোটর শোভাযাত্রা শুরু হয়।
জানাযায় মোটর শোভাযাত্রাটি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে রামগতি পৌর আলেকজান্ডার বাজার হয়ে চররমিজ ইউনিয়নের বিবিরহাট বাজার হয়ে চরগাজী ইউনিয়নের রামগতি আহাম্মদিয়া কলেজ মাঠে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে বড়খেরী ইউনিয়নের মুন্সিরহাট হয়ে চরপোড়াগাছা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার হয়ে বেঁড়ি দিয়ে আবার তোরাবগঞ্জ গিয়ে বর্নাঢ্য মোটর শোভাযাত্রাটি শেষ হয়।
প্রায় ৩০ কিলোমিটারের এ মোটর শোভাযাত্রায় নানান শ্লোগান সম্বলিত পতাকা সজ্জিত ৩ হাজারের বেশী মোটরসাইকেল অংশ নেয়। এ সময় দলের নেতাকর্মীরা মূর্হমূহু শ্লোগানে প্রকম্পিত করে তোলে তাদের চলার পথ।
শোভাযাত্রায় অংশ নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্যাহ তার প্রতিক্রিয়ায় বলেন, দেশ এখন নতুন পথে যাত্রা শুরু করেছে। পরিবর্তিত এ পথে ন্যায় ইনসাফ ভিত্তিক ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করার প্রত্যাশা করেন।


















