১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:১৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর ইউএনও কার্যালয়ে লাইব্রেরী এবং মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৫, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

মো. নোমান হোসেন, লক্ষীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয়ে লাইব্রেরি এবং মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার এ কর্ণার দুইটি উদ্ভোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা এ দুইটি কর্ণার স্থাপন সম্পর্কে জানান এখানে সেবা নিতে আসা মায়েরা সন্তানদের দুগ্ধ খাবারে নিরাপদ কোন স্থান না পাওয়ায় দুগ্ধ খাবারে জামেলায় পড়তে হয়। তাই এ দুগ্ধ খাবারে নিরাপদ কর্ণার স্থাপন করা হয়েছে। অপরদিকে অপেক্ষমান ব্যক্তিবর্গের সেবা পেতে বিলম্ব হলে তাদের বিশ্রাম ও বই পড়ার জন্য একটি লাইব্রেরী স্থাপন করা হয়েছে।

দেখা যায় মাতৃদুগ্ধ কর্নারে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করার নিদর্শন ও বিভিন্ন সচেতন তা মূলক বাক্য লেখা রয়েছে। যেন দুগ্ধ খাবারের সময় সন্তানের খাবার বিষয়ে সচেতন হতে পারে।

এব্যাপারে সেবা নিতে দুগ্ধদানকারি এক মা বিশ্রামসহ নিরাপদে দুগ্ধকর্ণার স্থাপনে ইউএনও মহোদয়ের উদ্যোগকে সাধুবাদ জানায়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত