১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৩৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

লক্ষ্মীপুর জেলা আ’ লীগ সভাপতিকে হত্যাচেষ্টা অভিযোগ মামলার প্রধান আসামি কারাগারে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১০, ২০২১ ১২:০৩ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়ি ভাংচুর মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় উচ্চ আদালত রতনকে ৮ সপ্তাহের জামিন দেয়। মেয়াদ শেষ হলে তিনি লক্ষ্মীপুর জজ ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এতে বিচারক জামিন আবেদন না মঞ্জুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আসামি রতন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, ২১ জুন দুপুরে প্রথম ধাপে ইউপি নির্বাচন চলাকালে আওয়ামী লীগ নেতা পিংকু তোরাবগঞ্জ পৌঁছলে গাড়িতে হামলার ঘটনা ঘটে, ভাংচুর করা হয় গাড়ির কাঁচ। আহত হন পিংকুসহ অন্তত: ১০ নেতাকর্মী। এ ঘটনায় রতনকে প্রধান ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পিসহ ৫৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আ’ লীগ নেতা পিংকুর গাড়ি চালক নিজাম উদ্দিন বাদী হয়ে কমলনগর থানায় মামলাটি দায়ের করেন।

ঘটনার পর ফয়সল আহমেদ রতন বলেন, হামলার সময় আমি ঘটনাস্থল ছিলাম না। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তাও জানি না। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ওপর অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত