নুরুল হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয় উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কক্সবাজার জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হোসাইন এর সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি খোরশেদ আলম।
সভায় বক্তব্য রাখেন—হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. কেফায়েত উল্লাহ সাজ্জাদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, মো. বেলাল, মো. জামাল,সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম, পেকুয়া উপজেলা শাখার সভাপতি মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম ইকতেয়ার উদ্দিন, টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জিন্মাতুল নেছা জিন্নাত।
এছাড়া আলোচনায় অংশ নেন—সদস্য মোহাম্মদ শফিক, ছরত আলম, মো. গিয়াস উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জুবাইদা আক্তার।
উপস্থিত ছিলেন মো. শাহরিয়ার মানিক, আবদু রহিম বাবু, সাইমন নেছা ইমাম, আইটি বিষয়ক সম্পাদক ইউছুফ আলী, এবং মোস্তাক মিয়া সহ অনেকে।
সিনিয়র সহ-সভাপতি মো. কেফায়েত উল্লাহ সাজ্জাদ বলেন হিউম্যান এইড শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। জেলা কার্যালয় উদ্বোধন আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আসন্ন কর্মশালা মানবাধিকার বিষয়ে সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম বলেন সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করতে সকলের একযোগে কাজ করা প্রয়োজন। মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ, সচেতনতা এবং মাঠপর্যায়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখা মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অফিস উদ্বোধন ও কর্মশালা আমাদের কার্যক্রমে নতুন গতি যোগ করবে। সকল সদস্যের সহযোগিতা থাকলে আমরা আরও শক্তিশালীভাবে মানবসেবায় এগিয়ে যেতে পারবো।
তিনি আরো বলেন, হিউম্যান এইড কক্সবাজার জেলা কার্যালয় ও কর্মশালা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন এদেশের মানবাধিকার নেতা, একজন কলম সৈনিক এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)’র প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন। সে সময় উপস্থিত থাকবেন সহকারি মহাসচিব সাঈদা সুলতানা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতি খোরশেদ আলম বলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবকল্যাণে কাজ করতে গেলে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ প্রয়োজন। আমাদের সামনে বড় একটি আয়োজন—এটি সফল করতে সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি। হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখাকে এগিয়ে নিতে সকলের আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।
সভায় বক্তারা সম্মিলিতভাবে বলেন, মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে মানবকল্যাণমূলক কর্মকা-ে সকলের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা উল্লেখ করেন, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান মানবাধিকার চর্চাকে আরও শক্তিশালী করবে। আসন্ন অফিস উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠান মানবাধিকার কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।


















