৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৫৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৯, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সাহায্য সংস্থার উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর এলাকার প্রশিকা অফিস সংলগ্ন একটি মাদ্রাসায় অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জ্যৈষ্ঠ প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোহাম্মদ কাজল মিয়া,উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ আরাফাতুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ মিয়া প্রমুখ।

পবিত্র রমজান মাসে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ কান্ট্রি অফিস সারা দেশে ৩ হাজার অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণকৃত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, ৩কেজি আলু, ২কেজি ডাল, ২কেজি চিনি, ২লিটার ভোজ্য তেল, ২প্যাকেট লাচ্ছা সেমাই, ৪০০গ্রাম পরিমাণ এক প্যাকেট গুড়া দুধসহ এ রকম ৭টি আইটেম বিতরণের অংশ হিসেবে এ উপজেলার ২৫০টি পরিবার এ ঈদ উপহার পেয়ে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

ইউএনও অনিন্দ্য মন্ডল এ সময় অসহায় দরিদ্রদের হাতে প্যাকেট তোলে দিতে পেরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি কতৃজ্ঞ প্রকাশ করে বলেন,সারা বিশ্বে অনেক লোক আছেন যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক রয়েছেন;আবার এমনও রয়েছেন যারা একবেলার খাবার জুটাতে পারেন না।এমনটা হওয়ার একমাত্র কারণ সম্পদের সুষম বন্টন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন ধনাট্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমাদের দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত