সাম্প্রতিক স্বদেশ ডেক্স: নবগঠিত ঢাকাস্থ রামগতি উপজেলা সমিতির কার্যনির্বাহী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগতি উৎসব-২০২৬।
শনিবার (২৪ জানুয়ারী ২০২৬ইং) দিনব্যাপী সেক্টর-০৩, পূর্বাচল উপ-শহর (৩০০ফিট) সংলগ্ন “সী শেল পার্ক এন্ড রিসোর্ট” এ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আহম্মেদ জুয়েল।
সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মাসুদ জানান, দলমত নির্বিশেষে প্রাণবন্ত এবং পারস্পারিক সৌহার্দপূর্ণ, সম্প্রীতির স্বতঃস্পূর্ত মিলন এই সমিতিকে আরো গতিশীল করাই আমাদের লক্ষ্য। সম্মিলনই সম্প্রীতির বাহন। পারস্পারিক সৌহার্দ, সম্প্রীতি ও সহমর্মিতা বোধে সমৃদ্ব রামগতি উপজেলা সমিতি ঢাকা যে একটি সর্বজনস্বীকৃত সমিতি এ উৎসবে প্রমান করবে।
তিনি আরো জানান, এ উৎসবে মিলনমেলা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, আতশবাজি (ফায়ারওয়ার্কস) শুভেচ্ছা উপহার ও দিনব্যাপীভোজ থাকবে।
সমিতির সভাপতি মিজান আহমেদ জানান, যে হৃদতাপূর্ণ পরিবেশে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার যে দৃঢ় প্রত্যয়ে যাত্রা শুরু হয়েছে রামগতি উপজেলা সমিতি ঢাকা ভবিষ্যতেও এ ঐতিহ্য ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে এ অনুষ্ঠানের মাধ্যমে আমার সকলের সহযোগীতা কামনা করবো।


















