মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে “অগ্রযাত্রা ফাউন্ডেশন” সামাজিক উন্নয়নের লক্ষে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। সমাজের যৌতুক, বাল্য বিবাহ, মাদক, জুয়া প্রতিহত করে সমাজ এগিয়ে নিতে ক্ষতিগ্রস্থ, অসহায়, বিশেষ সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়িয়ে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা গেইটে অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি মো. শরিফ এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন মতিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়সাল মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ, এডভোকেট এমরান হোসেন নিখিল, উপজেলা একাদশ ক্লাব সভাপতি নাজিমুর রহমান ফাহাদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
ফাউন্ডেশন এগিয়ে নিতে “অর্পণ বাংলাদেশে” এর সভাপতি বীথিকা বিনতে হোসাইন ভার্চুয়ালে বক্তব্য রাখেন।
অগ্রযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি শামসুল আলম নিশাদ, শাহাবুদ্দিন রিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মিশু, ফখরুল ইসলাম মিহিরসহ সংগঠনের বিভিন্ন পদের নেতৃবৃন্দ ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষ।
এসময় সংগঠনের উপদেষ্টারা প্রবাসি রেমিট্যান্স যোদ্ধা সানিম মাহমুদ, ইকবাল হোসেন, আহাম্মদ উল্যাহ, মো. সবুজ, মো. ইব্রাহীম, মো. শরিফ, শাহিন খান রুবেল, মো. সজিবকে অর্থনৈতিক সহযোগিতায় ভূমিকা রাখায় বিশেষ উপহার হিসাবে জার্সি বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজের উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে বাল্যবিবাহ, যৌতুক, মাদক নির্মুলসহ পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে যেতে সহযোগিতা করে সুন্দর সমাজ গঠন করতে হবে।

















