মো. ওমর খান সানি,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নের কলুমা গ্রাম ও ইটনা উপজেলা রাইটুটি ইউনিয়নের রাজী ও আশপাশের গ্রামগুলোতে বর্ষা মৌসুমে যাতায়াতের কথা চিন্তা করে দুই গ্রামের সাধারণ মানুষরা একটি চলাচলের জন্য একটি কাঠের ব্রীজ নির্মাণ করেন, যা এখন পর্যটকদের মন কেড়ে নিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন শত শত পর্যটকদের ভিড় জমে ঐ ব্রীজে। প্রকৃতির অপরূপ সাজে যেন চারদিক ফুটে উটেছে। প্রতিনিয়ত ভিড় করছে দূর-দূরান্তের ভ্রমণ পিপাসু পর্যটকেরা। এই ব্রীজ হওয়ায় উপকার হয়ছে হাওর এলাকার সকল শ্রেণী জনগণের।
কলুমা ও রাজী গ্রামের জনগণের সাথে কথা বলে জানা যায়, ব্রীজটি হওয়ায় এখন আর নদীপথে চলা চল করতে হয় না। অসুস্থ রোগিদের নিয়ে এখন আর নদীপথে ট্রলার কিংবা ইঞ্জিন চালিত নৌকার জন্য অপেক্ষা করতে হয় না। তারা আরো বলেন, আমরা হাওর এলাকার মানুষ, আমরা ছয় মাস শুকনো অবস্থায় থাকি তখন গাড়ি দিয়ে চলা চলের সমস্যা হয় না। কিন্তু বর্ষা মৌসুমে আমাদের চলাচল একমাত্র মাধ্যমে হয়ে যায় ইঞ্জিন চালিত নৌকা। এর মাধ্যমে প্রায় সময় ঘঠতো নানা দূর্ঘটনা। তাই আমরা তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নের কলুমা গ্রামের মানুষের সাথে কথা বলে দুইগ্রামের মানুষের সুবিধার কথা চিন্তা করে একটা কাঠের ব্রীজ নির্মাণ করি। এতে আমাদের পাশাপাশি তাড়াইল ও রায়টুটি ইউনিয়নের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়।
পর্যটকদের সাথে কথা বলে জানতে পারি, এই ব্রীজের চারপাশে সৌন্দর্য এবং কাটের ব্রীজ একটি ইউনিক বিষয় যা পাহাড়ী এলাকায় দেখা যায়, তাই আমরা এই ব্রীজ দেখতে চলে এসেছি। এলাকাবাসীরা বলেন, আমরা সরকারের কাছে দাবী জানায়, আমাদেরকে যেন একটা ব্রীজ করে দেই, যা দিয়ে আমরা সারাবছর চলাচল করতে পারব।


















