মো: ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত শিক্ষক, ধর্মীয়নেতা ও কমিউনিটি লিডারদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় এ কর্মশালার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব। সূচনা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন রনি। উক্ত অরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন গ্রামের মাদরাসা শিক্ষক, ধর্মীয় নেতা, কমিউনিটি লিডার এবং এলাকার গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এজন্য সমাজের শিক্ষক, ইমাম, পুরোহিত ও বিভিন্ন কমিউনিটি নেতাদের সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় স্বাস্থ্যকর্মীরা টিকাদান কর্মসূচি, সময়সূচি এবং জনসচেতনতা তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং
Gavi, PATH, UNICEF ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ।


















