২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৫৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে দারুল কুরআনের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২২, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার পবিত্র কুরআনের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯:৩০ ঘটিকা থেকে দুপুর ১:৩০ ঘটিকা পর্যন্ত খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্স মাঠে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মাদ সাইফুল্লাহ্।

আবাসিক নুরানি বিভাগের উত্তীর্ণ ৮ জন ও নুরানি দ্বিতীয় শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. মজিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হাই, কিশোরগঞ্জ বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদরাসার প্রভাষক মাওলানা নাজমুল ইসলাম।

প্রতিষ্ঠানের নুরানি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. মমশাদ ও আফরিন আরা ফাইজার মনোমুগ্ধকর উপস্থাপনায়, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, সহকারী শিক্ষক মাওলানা সোহাইল শাহীন ও হাফেজ মাওলানা শরীফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাড়াইল থানা জামে মসজিদের খতিব মাওলানা ক্বারি মোশাহিদুর রহমান, তাড়াইল হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শামছুজ্জামান, ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মাওলানা আবদুর রউফ, খেলাফত মজলিসের উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, তাড়াইল উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস মধু, বাজিতপুরের পাটুলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল জলিল, শাহ সেকান্দর আউলিয়া রহ. কওমি মাদরাসার মুহতামিম মাওলানা রোকন উদ্দিন, মারকাযুল উলুম আল ইসলামীয়ার মুহতামিম মুফতি নুরুদ্দীন আহমদ, তানযীলুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা আবুল হোসাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠান শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় রাষ্ট্রীয় শোকের সাথে একাত্মতা পোষণ করে খতমে কুরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত