২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সকাল ৭:২৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কমলনগরে প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৫, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চর জাঙ্গালিয়া এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লকিয়ত উল্যাহর দুর্নীতি,অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক ও এলাকাবাসী।

সোমবার (২৫ জুলাই) চর জাঙ্গালিয়া এস সি উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গনে এই বিক্ষোভ করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শ্লোগান দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২১ সালের ১৫ মে প্রধান শিক্ষক মো: লকিয়ত উল্লাহর চাকরির মেয়াদ শেষ হয় কিন্তু এর পরেও ম্যানেজিং কমিটি তাকে ২ বছরের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন।দায়িত্ব পাওয়ার পর প্রধান শিক্ষক কারো সাথে পরামর্শ ছাড়াই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাছারিতার মাধ্যমে স্কুল পরিচালনা করে আসছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

সম্প্রতি লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর-৪ আসনের এমপি মেজর (অবঃ) আবদুল মান্নান এমপি সাবেক ইউপি সদস্য মো. সবুজকে স্কুল ম্যনেজিং কমিটির বিদোৎসাহী সদস্য করার জন্য ডিও লেটার প্রদান করেন। কিন্তু প্রধান শিক্ষক এমপি’র ডিও লেটারকে গুরুত্ব না দিয়ে নিজের খেয়াল খুশি মতো স্কুল পরিচালনা করে আসছেন বলে অভিযোগ করেন মো. সবুজ।

সবুজ আরো বলেন, প্রধান শিক্ষত লকিয়ত উল্যাহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত।সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো স্কুল পরিচালনা করে আসছেন,এতে সাধারন শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আমাকে বিদোৎসাহী সদস্য করলে তার বিভিন্ন দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ারও আশঙ্কা করছে।

এব্যপারে প্রধান শিক্ষক মো. লকিয়ত উল্যাহ বলেন, মুল বিষয় বিদোৎসাহী সদস্য নিয়ে। সবুজ মনে করতেছে উনার বিরুদ্ধে এটা আমার একক সিদ্ধান্ত। কিন্তু ম্যানেজিং কমিটির সকল সদস্যের মতামত নিয়েই সিদ্ধান্ত হয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর

আপনার জন্য নির্বাচিত