২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ২:২৩ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৪, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে সজিব (১৭) নামের এক কিশোর প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের মাজার বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানায়, গত ১৩ মার্চ (রোববার) দিবাগত রাতে মোয়াজ্জেমপুর সৈয়দগাঁও শাহগুরুন বুড়াপীরের মাজারে ওরশে গানের অনুষ্ঠানে গান শুরু হলে গান শোনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কা-ধাক্কি সংগঠিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ১টার দিকে সজিব মিয়া বাড়িতে আসার পথে প্রতিপক্ষরা সজিবকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা সজিবকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা দেন। সজিব খুনের ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে নান্দাইল মডেল থানার পুলিশ।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, দুই কিশোরের দ্বন্দ্বে এমন হত্যাকা- ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা